Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Bhenge Dekho Amay Lyrics | ভেঙে দেখো আমায় | Nachiketa Chakraborty | Projapati Lyrics - Nachiketa Chakraborty

Collection Nachiketa Chakraborty

Bhenge Dekho Amay Lyrics | ভেঙে দেখো আমায় | Nachiketa Chakraborty | Projapati Lyrics

 Lyrics Forest   1038


Bhenge Dekho Amay Lyrics | ভেঙে দেখো আমায় | Nachiketa Chakraborty | Projapati lyrics (Primary language)

তোমারি সাথে চলতে শিখেছি

তোমার হাতে জীবন আমার,

তোমাকে ছাড়া যায় না যে পারা

তোমার কাছেই ফিরবো আবার। 

 

ওরে মন বলি শোন

অভিমান পিছুটান,

একই ঘর, দুটো কোন

থেকে যায় যেমন। 

 

ভেঙে দেখো আমায়

জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো।

 

তোমার জন্য আর কত রাত

জেগে জেগে বেঁচে থাকা যায়,

বলো কার গল্প কে কাকে শোনায়। 

 

নিজেরাই জানি না আছি কোথায়

নিজেরাই জানি না বাঁচি কোথায়,

সে আদরের দরদের দিন গেলো কোথায়। 

 

ভেঙ্গে দেখো আমায়

জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো।

 

তোমারি সাথে চলতে শিখেছি

তোমার হাতে জীবন আমার,

তোমাকে ছাড়া যায় না যে পারা

তোমার কাছেই ফিরবো আবার। 

 

ওরে মন বলি শোন

অভিমান পিছুটান

একই ঘর, দুটো কোন

থেকে যায় যেমন। 

 

ভেঙে দেখো আমায়

জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো। 

 

Bhenge Dekho Amay Lyrics | ভেঙে দেখো আমায় | Nachiketa Chakraborty | Projapati lyrics in English

Tomari sathe cholte shikhechi

TOmar haate jibon amar

Tomake chara jaay na je para

Tomar kachei phirbo abar

Ore mon boli shon obhimaan pichutaan

EKi ghor duto kon theke jaay jemon

Venge dekho amay jure dekho amay

Tumi amari amari royecho

Tomar jonno aar koto raat

Jege jege benche thaka jaay

Bolo kar golpo ke kaake shonay

Nijerai jani na achi kothay

Nijerai janina banchi kothay

Se adorer doroder din gelo kothay

Bhenge dekho amay jure dekho amay

Tumi amari amari royecho